২৩ অক্টোবর ২০২৫

এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচ হিসেবে চীনে যাচ্ছেন শিহান এ বি রনি

বাংলাদেশ কারাতে অঙ্গনের সুপরিচিত মুখ, শিহান এ বি রনি এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বাংলাদেশের জাতীয় কারাতে দলের কোচ হিসেবে অংশ নিতে চীনে যাচ্ছেন।

আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চীনের শাগুয়ান সিটিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ কারাতে দল ৩১ আগস্ট রবিবার দেশ ত্যাগ করবে। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী অভিজ্ঞ কোচ শিহান এ বি রনি।

শিহান এ বি রনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কারাতে খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেও একজন অভিজ্ঞ মার্শাল আর্টস প্রশিক্ষক ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত কোচ। তাঁর প্রশিক্ষণে বহু তরুণ কারাতে খেলোয়াড় দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।

এবার এশিয়ান কারাতে ফেডারেশনের আওতাধীন আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়রা যাতে আন্তর্জাতিক মানে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে, সেজন্য দলীয় প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শিহান রনি।

এ প্রসঙ্গে শিহান এ বি রনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারা আমার জন্য গর্বের বিষয়।”

আরও পড়ুন