২৩ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় এসএমজির গুলি-শটগান কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- লোহাগাড়া থানার হাজীপাড়ার আবুল খায়ের ওরফে বালু মিয়ার ছেলে মো. রুবেল (২৫) এবং মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন