২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

ভোটাধিকার নিশ্চিত করে বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারেক রহমানের কর্মীরা রাজপথে থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার নির্বাচিত সরকার। সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতের বছর ছিলো, আছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত করে আজকের বাংলাদেশকে এ পরিবেশে আনা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাবেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বৈষম্যহীন, মানবিক, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে আপনারা কাজ করে যাবেন।

এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, মঈনুল আলম ছোটন, ফরিদুল আলম মিল্টন, আবদুল হক, মোহররম আলী, ইউছুফ মাস্টার, বদরুল হক, আবু বক্কর, মোহাম্মদ আকতার, ইসমাইল তালুকদার, মোহাম্মদ সাদেক, কনক চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, নূরুল ইসলাম, আবু সালেহ, মামুন খান, নেছার উদ্দিন, মোহাম্মদ নাছির, দিদার, টিপু চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, ইলিয়াস, জিয়াউল কাদের জিয়া, সোহেল, আমিন, আলম, কবিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার কালাবিবির দিঘি মোড় এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। র‍্যালিটি কালাবিবির দিঘির মোড় থেকে বের হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে শশী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন