চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌরসভার সিরাজুল হক ভূঁইয়া বাড়ির সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জসিম মেম্বার বাড়ির ফারুক আহমেদের ছেলে জাফর আহমেদ (২৬) এবং একই ইউনিয়নের কালা মিয়া বাড়ির কালাম মিয়ার ছেলে মুসলিম উদ্দিন (৩৯)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।