মিরসরাইয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের তালতলা মোহাম্মদপুর গ্রামের ছালামত উল্লাহ ভূঁইয়া বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা চোরের দল আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ছালামত উল্লাহর সন্তান তারেক জানান, চোরের দল ৩টি রুমের আলমারি ও ওয়ারড্রবের তালা খুলে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় আমাদের ঘরে আমার মা, ছোট ভাই ও দুই পুত্রবধূ ছিলেন।
তাদের বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। যে রুমগুলোতে আমাদের কেউ ছিল না, সেই কক্ষগুলোতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা এ বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেব।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, চুরির বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।