২৩ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইটি শটগান ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ জৈষ্ঠ্যপুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকায় জলদস্যুদের এক গোপন আস্তানায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আস্তানায় তল্লাশি করে ২টি শটগানসহ ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, বেশ কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র এই এলাকায় কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। সম্পূর্ণ চক্রটিকে আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প তাদের অভিযান অব্যাহত রাখবে।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন