চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন আকিব হোসন রিজভী (৩২) নামের এক প্রবাসী যুবক।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাঠানিয়াগোদা এলাকার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রাণ হারান তিনি।
চান্দগাঁও থানার পুলিশ জানায়, আকিবের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পুষ্পিতা হোসেন ও তার কথিত প্রেমিক সাইফকে আটক করা হয়েছে।
সংসার ভাঙনের সূত্রপাত
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে আকিব ও পুষ্পিতার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর আগে পুষ্পিতার সঙ্গে সাইফের পরকীয়া সম্পর্ক টের পান আকিব। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এক পর্যায়ে তালাকের সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি।
আকিব সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। এর মধ্যে স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হন। তবে সন্তানের পিতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয় পুষ্পিতা সাইফকে বলেন সন্তান তার, আবার আকিবকেও একই দাবি করেন। এতে নতুন করে উত্তেজনা বাড়ে।
গত শনিবার সন্ধ্যায় ছেলের সঙ্গে সময় কাটাতে স্ত্রীর বাসায় যান আকিব। এ সময় ঘরে সাইফকে ইয়াবা সেবন করতে দেখে প্রতিবাদ করেন তিনি।
এক পর্যায়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হলে সাইফ ধারালো ছুরি দিয়ে আকিবের গলা ও শরীরে একাধিক আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই আকিব মারা যান। পরে সাইফ নিজেকেও ছুরিকাঘাত করার চেষ্টা করেন বলে দাবি করেছে নিহতের পরিবার।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) তানভির জানান, “ঘটনার পরপরই নিহতের স্ত্রী ও সাইফকে আটক করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”