৭ ডিসেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ে। ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৮৩। প্রার্থী হয়েছেন ৬২৩ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৮ জন প্রার্থী। হল সংসদের ৩১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন।

কেন্দ্রীয় সংসদে ৮টি প্যানেলের ১৩১ জন এবং ৪৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। হল সংসদের ৬৪টি পদে কোনো প্রার্থী নেই, আর ১২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সদস্যসচিব করে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক মাফরুহী ছাত্তার, অধ্যাপক খো. লুত্ফুল এলাহী ও অধ্যাপক রেজওয়ানা কবির স্নিগ্ধা।

২১টি আবাসিক হলে ভোটগ্রহণ হচ্ছে। এ জন্য মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা ও ৬৭ জন পোলিং অফিসার। ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হচ্ছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা রাখা হয়েছে।

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী উৎসবের আবহে মুখরিত।

আরও পড়ুন