চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়ার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. সৌনম বড়ুয়া দায়িত্ব নেওয়ার পর থেকে ফটিকছড়িতে স্বাস্থ্যসেবার মান চরমভাবে অবনতি হয়েছে। হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন, ওষুধ সরবরাহ ও রোগীসেবায় অনিয়ম চলছে। এছাড়া একাধিক সিন্ডিকেটের মাধ্যমে ডেলিভারি সেবা, অ্যাম্বুলেন্স ও ওষুধ প্রদানে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তাদের দাবি, “ডা. সৌনম বড়ুয়ার অদক্ষতা ও অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন। তারা দ্রুত ডা. সৌনম বড়ুয়ার অপসারণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।