চবি প্রতিনিধি »
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিশারিজ বিভাগের উদ্যােগে জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ়্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে চবি বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জ সংলগ্ন লেকে এক হাজার রুই-কাতলা মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. হোসেন জামাল।
এর আগে মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদ ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ ও ‘মা মাছ ধরবোনা, দেশের ক্ষতি করবোনা’ বলে স্লোগান দেয় রঙ্গিন প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে র্যালীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
র্যালি পরবর্তী অনুষদ মিলনায়তনে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ শীর্ষক সেমিনার। এতে স্বাদু পানিতে মাছ চাষের পাশাপাশি নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় সামুদ্রিক মাছ চাষের মাধ্যমে ব্লু ইকোনমিতে অবদান রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এর পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, বিভাগের শিক্ষক প্রফেসর ড. রাশেদ-উন-নবী, প্রফেসর ড. অাশরাফুল অাজম খান, একই ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. মোঃ মারুফ হোসাইন, সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক ফায়েজ মোঃ তাইমুরসহ মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. হোসেন জামাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে বিশ্ব দরবারে দেশের ফিশারিজ সেক্টরের অবস্থান নির্ভর করবে তোমাদের উপর। মেধা, শ্রম, ব্যবহারিক জ্ঞান, তথ্য-প্রযুক্তির উন্নতি প্রভৃতিকে কাজে লাগিয়ে এ দেশের মৎস্য সেক্টরকে তোমরাই এগিয়ে নিবে।’
উল্লেখ্য, জেলা মৎস্য অফিসের আয়োজনে শহরের কাজির দেউড়িস্থ আউটার স্টেডিয়ামে সপ্তাহব্যাপী (১৭-২৩ জুন) মৎস্য মেলায় ফিশারিজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট-মডেল উপস্থাপনারর কথা রয়েছে চবি ফিশারিজ বিভাগের।
বাংলাধারা/এফএস/এমআর













