চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) ক্যাম্পাসে ছয় সপ্তাহব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম ‘দ্য নেক্সট লিড ইনিশিয়েটিভ ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। উদ্যোগটি আয়োজন করে জেসিআই চট্টগ্রাম ও মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশন (এমএসএলপি)।
১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলা এই প্রোগ্রামে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী। তাদের জন্য আয়োজন করা হয় ছয়টি বিশেষায়িত কর্মশালা, যেখানে কেস সমাধান, যোগাযোগ দক্ষতা, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) প্রস্তুতি, গবেষণা পদ্ধতি, কর্মক্ষেত্রে সাফল্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্যোক্তা দক্ষতা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
গ্র্যান্ড পিচ ডে-তে বিজয়ীরা
চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়।
চ্যাম্পিয়ন – ইন্তেসার হোসেন ইভা প্রথম রানার-আপ – মো. নাহিন সরকার দ্বিতীয় রানার-আপ – দেবপম ঘোষ
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের ক্যারিয়ার প্রস্তুতি, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে বড় ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করেন, অংশগ্রহণকারীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবেন।
পুরো প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন জেসিআই চট্টগ্রামের নির্বাহী সহ-সভাপতি মঈন উদ্দিন নাহিদ।