চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল খালেক বাবুলকে (৪৩) আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত বাবুল উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পণ্ডিত বাড়ির নওশা মিয়ার ছেলে। তিনি আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা কর্তৃক দায়ের করা মামলায় আবদুল খালেক বাবুল নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।













