সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এ তথ্যকে ভিত্তিহীন ও দূরভিসন্ধিমূলক বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানায়, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি। এ বিষয়ে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও স্পষ্ট করেছেন যে, আমিরাত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দূতাবাসে পৌঁছায়নি।
রাষ্ট্রদূত বলেন, “এটি সম্ভবত ভিসা সেন্টারের নিজেদের বিদ্বেষপূর্ণ অপচেষ্টা। আমিরাতে ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ২২ সেপ্টেম্বর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করব।”
প্রেস উইং আরও জানায়, বিভ্রান্তিকর এই সংবাদটি মূলত একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট ‘ইউ এ ই ভিসা অনলাইন’ থেকে ছড়িয়েছে। যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদমাধ্যম তা প্রকাশ করায় গুজবের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, প্রায় ১২ লাখ বৈধ প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিসা ওয়েবসাইটের একটি স্ক্রিনশট দাবি করে ২০২৬ সাল থেকে বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না। বিষয়টি দ্রুতই অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও দুবাই কনস্যুলেট দু’পক্ষই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমিরাত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। এটি একটি বিভ্রান্তিকর ও দূরভিসন্ধিমূলক প্রচারণা।













