চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিনহাজ উদ্দিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কাজী তানভীর হোসেন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়া পুকিয়া এলাকার মো. হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ফকিরহাট যাওয়ার পথে মিনহাজ উদ্দিন ও তানভীর হোসেনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে উত্তর দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মিনহাজ উদ্দিন মারা যান এবং তানভীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তানভীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













