৭ ডিসেম্বর ২০২৫

নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিএসএফের হাতে আটক, বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আটক হওয়া নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

পরে রাত সোয়া ৯টার দিকে ওই ১৫ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর হয় বলে থানার ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান।

তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফের হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে।

পরে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওই ১৫ বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ওসি সুশান্ত জানান।

আরও পড়ুন