চট্টগ্রামের ফটিকছড়িতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল, তিনটি অ্যামুনিশন, পিস্তলের ছয় রাউন্ড গুলি, সাতটি কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, সাতটি চাকু, একটি লোহার চেইনসহ ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হল- আবদুল্লাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের ছেলে মো. ইরফান ও মোহাম্মদ শফি আলমের ছেলে মো. আব্দুল হালিম প্রকাশ ইমন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টা পর্যন্ত কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গতকাল দিবাগত রাতে ইরফান ও ইমনের ঘরে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানে ইরফানের ঘরে কিছু পাওয়া না গেলেও ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি এ্যামুনেশন, পিস্তলের ৬টি এ্যামুনেশন, ৭টি কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, দুইটি পাহাড়ি দা, ৭টি চাকু, ১টি চেইন, ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।













