২৩ অক্টোবর ২০২৫

স্কুল ব্যাংকিং বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ব্যাংক পিএলসি’র মতবিনিময় সভা

শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি লালখান বাজার শাখার উদ্যোগে শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি লালখান বাজার শাখার ব্যবস্থাপক জনাব একে এম মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন শাখার প্রিন্সিপাল অফিসার মিসেস উম্মে হাবিবা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোমেন ব্যানার্জি, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ব্যাংকিং লেনদেনে স্বচ্ছতা ও আর্থিক সাক্ষরতার প্রসার ঘটছে।

এ সময় ব্যাংকের কর্মকর্তা জনাব আলমগীর শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলার নিয়মাবলী, প্রয়োজনীয় কাগজপত্র এবং হিসাব পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন। সভা চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা হিসাব খোলার ফরম সংগ্রহ করেন।

 

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক জনাব একে এম মহিউদ্দিন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং এ উদ্যোগের সুবিধাসমূহ তুলে ধরেন।

পরিশেষে অগ্রণী ব্যাংক পিএলসি লালখান বাজার শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন