২৩ অক্টোবর ২০২৫

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনীতিবিদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালাবিবি দীঘির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এসময় আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক দেলোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এনসিপির সংগঠক আকাশ নূর, শ্রমিক ইউনিয়নের সংগঠক তানভীর, সাজ্জাদ, আহমদ নূর, শাকিল, উপজেলা যুবশক্তির সংগঠক স্বপ্নীল, রিয়াজ, লাভলু, বোরহান, মনির, আরমান এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উপজেলা সংগঠক শাহরিয়ার, রাফসান, আকিবসহ অনেকে।

বক্তারা নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন