বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো এক অনন্য অর্জন। দেশসেরা পর্বতারোহী বাবর আলী কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়াই জয় করেছেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু (উচ্চতা ৮,১৬৩ মিটার)। এই সাফল্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। শিখরে বাবরের সাথে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর।
বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২-এ পৌঁছে যান। তার আগে বেশ কয়েক দিন তারা বেজক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন।
‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের ছেলে বাবর আলী। তার আগেব বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম, আবদুল মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে খালেদ হোসেন নামে আরেক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি।