২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় হাজী মিন্নত আলী দোভাষী বাড়ির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলার পশ্চিমচাল হাজী মিন্নত আলী দোভাষী বাড়ি একতা সংঘের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও হাজী মিন্নত আলী দোভাষী পরিবারের মুরব্বিদের ঈসালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজী মিন্নত আলী দোভাষী বাড়িতে ৯ম তম এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় হাজী মিন্নত আলী দোভাষী বাড়ি মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক রাকিব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও দোভাষী জামে মসজিদের খতিব মাওলানা হাসান উদ্দিন আল-কাদেরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন একতা সংঘের সভাপতি মোঃ মুফিজুর রহমান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা এস এম আরমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফুর এনাম চৌধুরী টিটু, এম এ মনসুর চৌধুরী। ইসলামী আলোচনা করেন মাওলানা মুফতি মোঃ শহিদুল্লাহ বাহাদুর, হাফেজ ক্বারী মাওলানা কাজী মোঃ জুবায়ের হোসেন আল-কাদেরী, অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, আল্লামা মোঃ ওসমান গনি।

মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন