২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বিএনপি নেতা আলমগীরের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

মিরসরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন জাসাস মিরসরাই উপজেলা সহ-সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

অনুদান প্রদানকালে মো. আলমগীর বলেন, বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতীতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করেছে, ভবিষ্যতেও করবে। তিনি আরও বলেন, আবহমান কাল থেকে হিন্দু-মুসলিম মিলেমিশে এ অঞ্চলে বসবাস করে আসছে। কখনো কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হয়নি। ধর্ম যার যার হলেও উৎসব সবার।

জগন্নাথধাম পূজামণ্ডপ ছাড়াও তিনি মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মণ্ডপ, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির, মঘাদিয়া হিন্দুপাড়া শারদীয় দুর্গা মন্দির, দাসপাড়া দুর্গা মন্দির ও মাস্টারপাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেন।

প্রতিটি পূজামণ্ডপে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করার পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি। এর আগে পূজামণ্ডপগুলোর শোভাবর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলগাছও বিতরণ করেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল্লাহ, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাহ হোসেন চৌধুরী, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, জাসাসের সিনিয়র সভাপতি (প্রস্তাবিত) এছাক মিয়া প্রকাশ খানসাব, মঘাদিয়া ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি তারেক হোসেন, মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মণ্ডপের সভাপতি বাসুদেব বনিক, রিংকু বনিক, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বনিক রানু, সাধারণ সম্পাদক হৃদয় বণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন