২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশে ধর্মীয়-রাজনৈতিক বিভেদের সুযোগ নেই: জুবাইরুল আলম মানিক

আনোয়ারায় এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক এর নেতৃত্বে আনোয়ারা জুইদন্ডী, বারাশত, বটতলী ও বৈরাগ ইউনিয়নে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের পূজোর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আনোয়ারা-কর্ণফুলী এনসিপির নেতৃবৃন্দ।

জুবাইরুল আলম মানিক শুভেচ্ছা বার্তায় বলেন, আনোয়ারায় সকল ধর্মের মানুষ যথাযথভাবে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি পালন করবে। সকল নাগরিক গণতান্ত্রিক মৌলিক ন্যায্য সমান অধিকার ভোগ করবে। এখানে কোনো ধর্মীয়, রাজনৈতিক বা বংশগত বিভেদ বৈষম্যের সুযোগ নেই।

এনসিপি আনোয়ারায় সকলের ন্যায্য গণতান্ত্রিক মৌলিক অধিকার আদায়, রক্ষা ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সিনিয়র সংগঠক লায়ন মাহমুদউল্লাহ মাহমুদ, যুবশক্তির জেলা সংগঠক শাহেদুল আলম, এনসিপির আনোয়ারা-কর্ণফুলীর সংগঠক জাফর ইসলাম, ডালিয়া বড়ুয়া, দিদারুল ইসলাম, হিমেল বড়ুয়া, রানা চৌধুরী, নাহিদ, যুবশক্তির সৈয়দ মামুনুর রশীদ, জাবেদুল আলম, শাহেদুল আলম, স্বপ্নীল বড়ুয়া, শ্রমিক শক্তি জেলা কমিটির সংগঠক ফরিদুল আলম, রিয়াজ, এনসিপির আনোয়ারা উপজেলার ফারুক, ফয়সালসহ আনোয়ারা-কর্ণফুলী উপজেলার এনসিপির যুব ও শ্রমিক শক্তির নেতৃবৃন্দ এবং আনোয়ারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন