২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারা টানেল চত্বরে ব্যানার অপসারণে লায়ন হেলাল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল চত্বরের মোড়ে জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে ব্যানার–ফেস্টুন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে আনোয়ারা উপজেলার টানেল মোড় চত্বরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন লায়ন হেলাল উদ্দীন।

এসময় লায়ন হেলাল উদ্দীন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে একটি সুন্দর রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছি। দুর্গাপূজা ও অন্যান্য কর্মসূচিকে সামনে রেখে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টানানোর কারণে টানেল চত্বরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। তাই সেগুলো অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন মনে করে আজ আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক গোলচত্বরে একই ধরনের দৃশ্য লক্ষ্য করেছি। সেখানে থাকা ব্যানার-ফেস্টুনগুলোও নেতাকর্মীদের নিজ উদ্যোগে সরানোর আহ্বান জানাচ্ছি। না সরালে আগামী পরশুর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দীন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আবদুল মঈন চৌধুরী ছোটন, মোহাম্মদ মামুন খান, উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফুরকান, যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিনসহ আরও অনেকে।

আরও পড়ুন