২৩ অক্টোবর ২০২৫

সকলের আমলনামা দেখে দল মনোনয়ন দেবে নুরুল আমিন

মিরসরাইয়ে জোরারগঞ্জ ও ওয়াহেদপুর বিএনপির মতবিনিময় সভা

দলের হাইকমান্ড এখন সজাগ। সবার আমলনামা দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি, চোরাচালান এসবের সঙ্গে যারা জড়িত, তারা কখনোই দলের মনোনয়ন পাবে না। দল এমন মানুষকেই মনোনয়ন দেবে যার কোনো দাগ নেই, ক্লিন ইমেজ আছে, যাকে মানুষ ভালোবাসে ও ভোট দিতে চায়।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং বিকেলে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

তিনি আরও বলেন, আমরা খারাপ কাজ করে নয়, মানুষের সেবা করে দলের নির্দেশনা মেনে বিখ্যাত হতে চাই। গ্রামে গ্রামে গিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ সব মানুষের সঙ্গে কথা বলতে হবে।

গণমানুষের কাছে দলের ৩১ দফার মূল প্রতিপাদ্য তুলে ধরতে হবে। বিএনপি কৃষক, জনতা ও মেহনতি মানুষের দল। দল যাকেই মনোনয়ন দেবে, ধানের শীষ প্রতীকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

জোরারগঞ্জ ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম ভূঁইয়া।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মাওলা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, যুবদল নেতা মোশাররফ, ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহজাহান, কামরুল হাসান, রব্বানী, আজম খান, মাসুদ, মোতাহের হোসেন রানা, মফিজুর রহমান ও মোস্তফা।

অন্যদিকে বিকেলে অনুষ্ঠিত ওয়াহেদপুর ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য তোবারক হোসেন এবং সঞ্চালনা করেন জহির উদ্দিন হুমায়ুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী আবুল হাসেম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য আবদুল খালেক, বিএনপি নেতা মনির ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা আনোয়ার ইসলাম মাসুদ, মো. মোজাম্মেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুনুর রশিদ এবং বিএনপি নেতা জাবেদ হোসেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ