২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফকিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মাওলানা ইয়াকুব জানান, রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় মুছা সৌদাগরের মুদি দোকান, আজিজুল হকের মুদি দোকান, আবু সাইদের ডিপার্টমেন্টাল স্টোর, রাজীব পালের মোবাইল দোকান, এহসানের স্টেশনারি দোকান, সুজনের মিষ্টির দোকান ও একটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার কামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন