২৩ অক্টোবর ২০২৫

ভরিপ্রতি স্বর্ণের দাম ২ লাখ ছাড়াল

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সমন্বয় অনুযায়ী ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এটি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

সোমবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

বাজুস জানায়, স্বর্ণ বিক্রয়ের সময় সরকারের নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সংগঠনের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।

এর আগে গত ৪ অক্টোবরও এক দফা দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা তখন পর্যন্ত ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৩ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল ৬২ বার যেখানে ৩৫ বার দাম বেড়েছিল আর ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায় যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২২৮ টাকায়।

আরও পড়ুন