চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আশোক চন্দ্র তালুকদার অবসরজনিত কারণে দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ মো. মোশাররফ হোসেন। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আলহাজ মো. আবদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জনাব সানাউল্লাহ কাউছার।
বিদায়ী সংবর্ধনায় আরও সম্মানিত হন সাবেক শিক্ষক মোহাম্মদ হাশেম। প্রয়াত শিক্ষক মরহুম আবদুল কাদেরকে মরণোত্তর সংবর্ধনা জানানো হয়। নবাগত শিক্ষক শুভ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে।
প্রাক্তন শিক্ষার্থী মো. সাহাবুদ্দিন, আবদুল্লাহ আল মনির, মো. নাছিম, মো. দিদার, মো. ফোরকান, সৈয়দ আকবর রুবেলসহ প্রাক্তন ছাত্র পরিষদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একজন নিবেদিতপ্রাণ শিক্ষক কেবল প্রজন্ম গড়েন না, সমাজকেও আলোকিত করেন। আশোক চন্দ্র তালুকদার স্যারের অবদান এ বিদ্যালয় ও অঞ্চলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্থ ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন।