২৩ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার নিয়ে আনোয়ারায় এনসিপির উঠান বৈঠক

বিচার সংস্কারের দাবি ও জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার প্রচারে চট্টগ্রামের আনোয়ারায় গ্রামাঞ্চলে উঠান বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বৈরিয়া এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আনোয়ারা উপজেলার সিনিয়র সংগঠক লায়ন মাহমুদউল্লাহ মাহমুদ এবং সঞ্চালনা করেন শ্রমিক শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক তানভীর।
প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

এসময় জুবাইরুল আলম মানিক বলেন, “বিগত সময়ের দুঃশাসনে ভোটাধিকার হননসহ পারিবারিক, সামাজিক ও মানবিক ন্যায়বিচার বিনষ্ট করেছে আওয়ামী লীগের দোসররা। এর ফলে দুর্নীতি ও লুটপাটে পশ্চিম আনোয়ারায় অবকাঠামোগত উন্নয়নে মারাত্মক বৈষম্য ও অবহেলার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এনসিপির পক্ষ থেকে আমরা বৈষম্যহীন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে আনোয়ারাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হিমেল চৌধুরী, শ্রমিক শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ফরিদ উদ্দীন, এনসিপির উপজেলা সংগঠক মোহাম্মদ ছত্তার, মোহাম্মদ ফয়সাল, যুব শক্তি আনোয়ারা উপজেলার সংগঠক মামুনুর রশীদ, শাহেদুল আলম, আনিসুর রহমান, বাগছাসের উপজেলা সংগঠক এমদাদুল্লাহ আসউইন, ফারুক, ইফতি, খালেদ মোহাম্মদ, মোহাম্মদ আরমান, রিয়াদ, সরওয়ার প্রমুখ।

আরও পড়ুন