২৩ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে মহিলাদের সমঅধিকার নিশ্চিত করা হবে : ব্যারিস্টার মীর হেলাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল বলেছেন, বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য যিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, তিনি হলেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান মহিলাদের সামনে এগিয়ে নিতে কাজ করছেন। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে মহিলাদের সমঅধিকার নিশ্চিত করবে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন বিএনপির আয়োজনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ধর্মকে পুঁজি করে রাজনীতির নোংরা চরিতার্থ করতে চেষ্টা করেছে। এছাড়া বিরোধী দলকে দমন করতে চেয়েছিল। কিন্তু আমাদের দল বিএনপি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে না। শহীদ জিয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করেছেন জাতীয়তাবাদী আদর্শে।

আমাদের নেতা তারেক রহমান বলছেন  ‘সবার আগে বাংলাদেশ’, এই হবে আমাদের অগ্রযাত্রা। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং সেই কার্ডে পরিবারের প্রধান হবেন মহিলা। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের আধুনিক মডেল রাষ্ট্রে পরিণত হবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরোয়ার আলম মাসুদ, জাকের হোসেন সওদাগর, দিল মোহাম্মদ মঞ্জু, এম. মনসুর উদ্দিন, ফজলুল কবির ফজলু, রফিক ডিলার, আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন প্রমুখ।

সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন বলেন, বিগত সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এসব নির্যাতনের পরও দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আপোষ করেননি।

আমাদের নেতা তারেক রহমান দেশের কৃষক-শ্রমিকসহ সব পেশার মানুষের সমঅধিকার নিশ্চিত করতে ৩১ দফা ঘোষণা করেছেন। প্রতিটি পরিবারে খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা এই মহিলাদের সমঅধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

নির্বাচনকে সামনে রেখে শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তিন হাজারের অধিক মহিলা অংশগ্রহণ করেন। দুপুর ১২টার পর সমাবেশস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় সমাবেশে নারী নেত্রীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ব্যানারসহ খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিছিল ও স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন