চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় খুলশি থানা পুলিশ রোববার (১২ অক্টোবর) সকালে অজ্ঞাত ৪ থেকে ৫ শতজনকে আসামি করে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে আয়োজিত ‘হোন্ডা হর্নেট 2.0 ফান অ্যান্ড রক ফেস্ট’-এ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সবার জন্য উন্মুক্ত কনসার্টটিতে প্রবেশ নিয়ে শুরু থেকেই নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি চলছিল।
একপর্যায়ে একদল দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ভেন্যুর জানালার কাঁচ ভাঙচুর, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালায়। এতে শরিফ নামের একজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।