পায়রা বন্দরের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ এন্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সভায়।
গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের মিটিং রুমে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম এ বকর।
সভায় পায়রা বন্দরের কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনাগত বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।
আলোচ্যসূচিতে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
১. নির্বাচন পরবর্তী অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা।
২. অ্যাসোসিয়েশনের জন্য নতুন অফিস স্থাপনের পরিকল্পনা।
৩. জাহাজের সিরিয়াল প্রথা কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ।
৪. শ্রমিক বিষয়ক সমস্যা ও তার সমাধান নিয়ে মতবিনিময়।
৫. পায়রা বন্দরের সার্বিক উন্নয়নে করণীয় অন্যান্য জরুরি বিষয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ সারফরাজ নেওয়াজ ফরহাদ।
এছাড়াও নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ মশিউল আলম স্বপন, নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম, পিএইচপি গ্রুপের ডিরেক্টর পারভেজ আলম, এসআরএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ছিদ্দিকীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সম্মানিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পায়রা বন্দরের ক্রমবর্ধমান কার্যক্রমকে আরও দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বন্দর সংশ্লিষ্ট শ্রমিকদের কল্যাণ, কার্যক্রমের স্বচ্ছতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।