২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের মিঠানালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়ালেন শাহীদ চৌধুরী

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় তিনি মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে পুড়ে যাওয়া ঘরবাড়িগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন,

“দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। আমি চাই, ক্ষতিগ্রস্ত এসব পরিবার যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তাদের পাশে আমি এবং আমার দল সর্বদা থাকব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম তপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস. এম. হারুন, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ইমাম হোসেন, আজমল হোসেন, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির নেতা রাসেল ও আনোয়ার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাপ্পি চৌধুরী, উপজেলা যুবদল নেতা দিনাস ও বাবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এফ. কে. জাহিদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, যুবদল নেতা শাহাদাত খান, সোলেমান, জাসাস ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্না, ছাত্রদল নেতা মিনহাজ, তারেক, সাজ্জাদ হৃদয়, সাব্বির হোসেন ইমন, নূরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ঘর পুনর্নির্মাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মিঠানালা গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয় এবং নুরুল কবির (৬২) নামে এক ব্যক্তি আহত হন।

আরও পড়ুন