বাগেরহাটের মোংলায় মহিদুল শেখ (৩২) নামের এক যুবককে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
নিহত মহিদুল শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সোনাখালী এলাকার হান্নান শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মোটরসাইকেল ওভারটেককে কেন্দ্র করে মহিদুল শেখের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মোংলা ইপিজেডে যাচ্ছিলেন মহিদুল।
এসময় মোংলা পৌর শহরের কবরস্থান রোডের শ্রমিক সংঘ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তার গতিরোধ করে। গাড়ি থেকে নামেন বনি আমিন ও মাহমুদ, এবং মুহূর্তের মধ্যে কাঠের লাঠি দিয়ে মহিদুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটককৃতরা হলেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া এলাকার হেমায়েত শেখের ছেলে বনি আমিন ও মজিবুর রহমান হাওলাদারের ছেলে মাহমুদ হাওলাদার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “মোংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকায় একজনকে মারধরের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
স্থানীয় জনতার সহায়তায় জড়িত দুই অভিযুক্ত বনি আমিন ও মাহমুদ হাওলাদারকে আটক করা হয়। ঘটনাটির বিষয়ে মামলা প্রস্তুতির পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”