বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসী দীঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে, বাগেরহাট মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমন্ত বিশ্বাস চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডি মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ওসি মাহমুদ উল হাসান জানান, সোমবার দুপুরে বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরে খাবার খাওয়ার কথা বলে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি তিনি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে পচা দীঘিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।