চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তাঁর পরিচয় জানা যায়নি।
নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় চাকসু নির্বাচনের আগের রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দুর্বৃত্তরা এরপর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় প্রকাশ্যে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার এক সপ্তাহ না পেরুতেই এ হত্যাকাণ্ড ঘটলো।