২৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে ইলিশ শিকার অভিযানে জাল-নৌকা জব্দ, এতিমদের মাঝে মাছ বিতরণ

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে নামেন কিছু অসাধু জেলে। এ অবস্থায় লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মজু চৌধুরীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জেলেরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেড় লক্ষ মিটার কারেন্ট জাল, দুটি নৌকা এবং দুই শতাধিক কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ মাছ নদীতে ফিরিয়ে দেওয়া হয় এবং বাকিগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,

“বারবার নিষেধ করার পরও কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, চলমান ২২ দিনের বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৯৫টি অভিযান পরিচালিত হয়েছে এবং ২২টি মোবাইল কোর্টে ১১টি মামলা দায়ের করে ৪ জনকে আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকার ঘোষিত এই ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের নদ-নদীতে চলবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

আরও পড়ুন