২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার ইলেকট্রনিক মালামাল চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ২৫ লাখ টাকার ইলেকট্রনিক মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে মেসার্স শরীফ অ্যান্ড সন্স-এর সাইট ম্যানেজার আহমেদ আলী খান সাব-স্টেশনে এসে তালা খুলে মালামাল না পেয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহমেদ আলী খান জানান, গত ১৩ সেপ্টেম্বর অসুস্থ হয়ে তিনি গ্রামের বাড়ি যান। বুধবার সাইটে ফিরে এসে দেখেন, সাব-স্টেশনের অভ্যন্তরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, ক্যাবল, একটি টেবিল ফ্যানসহ অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে পরিদর্শনে আসেন পর্যটন কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী সম্পদ রায় ও অসীম শীল।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরবরাহের সাব-স্টেশন স্থাপনের ঠিকাদার হিসেবে দায়িত্বে ছিল মেসার্স শরীফ অ্যান্ড সন্স। সাব-স্টেশন কক্ষের উত্তর পাশে ক্যাবল চলাচলের জন্য রাখা একটি সুড়ঙ্গ ভেঙে চোরের দল প্রবেশ করে ৩-ফেজ লাইনের বিভিন্ন ক্যাবল কেটে নিয়ে যায়। পরে তারা সেই সুড়ঙ্গ ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “পর্যটন কমপ্লেক্স থেকে ইলেকট্রনিক মালামাল চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন