চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে মাদকদ্রব্য আইনে জরিমানা ও সাজা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বৈরাগ উত্তর বন্দর কেল্লা পাহাড়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক সেবনকারী তিনজনকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরার নেতৃত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এ. কে. এম. আজাদ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, “উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উত্তর বন্দর কেল্লা পাহাড় এলাকায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।”