২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে “রাষ্ট্রকাঠামো মেরামত” শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” শীর্ষক ৩১ দফা কর্মসূচি নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মিরসরাই পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মিরসরাই পৌর সদরের বিভিন্ন স্থানে পৌর বিএনপির আহ্বায়ক জামসেদ আলম ও সদস্য সচিব কামরুল হাসান লিটনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, নুরনবী ভাসানী, এম. এ. মামুন, ইকবাল হোসেন, বিএনপি নেতা আবুল কালাম, রুহুল আকবর, ফরিদ উদ্দিন, খোরশেদ আলম দুলাল, মুছা সওদাগর, সাদেক মিয়া, ভোলা মিয়া, তাজুল ইসলাম ফকির, যুবদল নেতা সালাউদ্দিন, নাজিম উদ্দিন, রেজাউল জিয়া, নবী, রুবেল, সফিউল তপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো একটি যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”

এ সময় স্থানীয় জনগণের মধ্যে লিফলেট বিতরণ ও কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

আরও পড়ুন