২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ২ হাজার ৮১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ জিয়া (৩৬) রাঙ্গুনিয়ার পোমারা ইউপির ছাইনিয়াপাড়ার মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়ার হলুদিয়াপালং ইউপির বড়বিল এলাকায় বসবাস করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টায় নতুন ফিশারি ঘাটের সামনের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মোবারাক হোসেন।

তিনি জানান, গতকাল রাত সোয়া ১০টায় নতুন ফিশারি ঘাটের সামনের ব্রিজ থেকে ২ হাজার ৮১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন