২৩ অক্টোবর ২০২৫

শৃঙ্খলাসমৃদ্ধ দেশ গঠনে তারুণ্যের নেতৃত্ব জরুরি:এনসিপি নেতা জুবাইরুল

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৪ দফার ইশতেহার প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ছত্তারহাট বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

গণসংযোগে জুবাইরুল আলম মানিক বলেন,

“জুলাইয়ের দুই হাজারেরও বেশি শহীদ ও ত্রিশ হাজারের অধিক আহতের ত্যাগের দায়বদ্ধতা থেকে, এবং স্থায়ী ফ্যাসিবাদ বিলুপ্তির লক্ষ্যে কোনো যদি- কিন্তু ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা জরুরি। আগামীর শৃঙ্খলাসমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে তারুণ্যের নেতৃত্বের বিকল্প নেই।”

তিনি আরও বলেন,

“আনোয়ারা-কর্ণফুলীর জনগণ বিকল্প তারুণ্যের নেতৃত্ব প্রত্যাশা করে। বিপুল জনসমর্থনে গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার হিসেবে এনসিপি বৈষম্যহীন নতুন দিগন্তের সূচনা করবে।”

এনসিপির আনোয়ারা উপজেলা সিনিয়র সংগঠক লায়ন মাহমুদউল্লাহ মাহমুদ বলেন,

“সম্প্রতি জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, কিন্তু এর কোনো আইনি ভিত্তি না থাকায় এনসিপি স্বাক্ষর করেনি। তাই জনগণের কাছে জুলাই সনদের আইনি গুরুত্ব ও এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার তুলে ধরতেই আমাদের প্রচারণা অব্যাহত রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির আনোয়ারা উপজেলা সিনিয়র সংগঠক লায়ন মাহমুদউল্লাহ মাহমুদ, ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, দিদারুল ইসলাম, শাফি আউয়াল সরওয়ার আলম, আব্দুস ছত্তার, এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক হিমেল চৌধুরী, শ্রমিক শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সংগঠক ফরিদুল আলম, জুলাই আহত যোদ্ধা নাহিদ, যুব শক্তি আনোয়ারা উপজেলা সংগঠক সাহেদুল আলম, স্বপ্নীল বড়ুয়া, সায়েদ, ওমর ফারুক, খালেদ মোহাম্মদ ও আরমান প্রমুখ।

আরও পড়ুন