২৩ অক্টোবর ২০২৫

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারা উত্তর বন্দরে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন হেলাল উদ্দীনের নির্দেশনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন সিইউএফএল ফেরিঘাট এবং উত্তর বন্দর ২নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আনোয়ারা উপজেলা শ্রমিকদল নেতা বাবলু, বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা মো. জীবন ও বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা মনসুর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা আকবর খান, মোহাম্মদ মোরাদ, উত্তর বন্দর ওয়ার্ড বিএনপির নেতা অনুব সিংহ, বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইমরান, মোহাম্মদ কাইছার, মোহাম্মদ ইমন, নুরুদ্দিন বাল্লা, মোহাম্মদ তানবীর, মোহাম্মদ মাহিম, নিশান, জামশেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন