চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে হেলাল উদ্দীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দা কামাল উদ্দীনের পুত্র।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেযে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরও জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে লোকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।