জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা উপকূল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, এবং রেঞ্জ কর্মকর্তা শাহীন মোহাম্মদ আইয়ুবসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।