চট্টগ্রামে ২৩ অক্টোবর ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শুরু হয়েছে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের ব্রেস্ট হেলথ অ্যাসেসমেন্ট রুমে এই ক্যাম্পেইন চলবে।
বর্তমানে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটি সাধারণ কিন্তু মারাত্মক রোগ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব। এই উদ্যোগের মাধ্যমে নারীরা সম্পূর্ণ বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ করানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সংক্রান্ত দিকনির্দেশনাও পাবেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন,
“ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ, যা রোগীরা প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন (Breast Self-Examination) পদ্ধতিতে নিজেরাই সনাক্ত করতে পারেন। সময়মতো সনাক্ত করা গেলে এই রোগ চিকিৎসাযোগ্য এবং প্রতিরোধযোগ্য। তাই সরকারি-বেসরকারি সবক্ষেত্র থেকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো অবহেলা না করে বরং রোগীদের পাশে দাঁড়াতে হবে। হাসপাতালগুলোতে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত ডায়াগনসিস ও পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া সম্ভব হয়। দেশের মা-বোনেরা সুস্থ থাকলে পরিবার ও সমাজও সুস্থ থাকবে।”
হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বাংলাদেশে প্রায় ১২ থেকে ১৪ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তবে বেশিরভাগ রোগী চিকিৎসা শুরু করেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর। অথচ সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে নিয়মিত চেকআপের মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো ও জীবন বাঁচানো সম্ভব।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বরাবরই নারীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে কাজ করে আসছে। এখানে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীরা পাচ্ছেন বিশ্বমানের চিকিৎসা সেবা, ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ, এবং নিয়মিত চিকিৎসা-পরবর্তী মনিটরিং সুবিধা।
সমাজের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের অংশ হিসেবে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বছরব্যাপী বিভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পেইন আয়োজন করে। এসব উদ্যোগের লক্ষ্য শুধু রোগ প্রতিরোধ নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা।
বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করা যাবে হটলাইন নম্বর ০৯৬১০-৮০০৪৪৪-এ।













