চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরির ঘটনায় চারজনকে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম। একইদিন বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া এলাকার পরিতোষ রায়ের ছেলে পঙ্কজ রায় (২৭), খলিলপুর দাসপাড়ার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার জয়ন্তাপাড়া এলাকার মো. সোলেমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৯) এবং নড়াইল থানার মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজুল ইসলাম (২৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই ৪টি গোল্ডবাট্টি (সীসা) উদ্ধার করা হয়।
ওসি এম আবদুল হালিম বলেন, “সোমবার রাতে বিশেষ অভিযানে চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”













