বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিশ্বজিৎ মণ্ডল (৪০) ও বিকাশ মণ্ডল (৫৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক দুলাল মণ্ডল (৫৩) গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম দৌরমেঠ এলাকায় এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ভুক্তভোগী দুলাল মণ্ডল অভিযুক্ত দুজনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়ের করা অভিযোগে দুলাল মণ্ডল জানান, বিকাশ মণ্ডলের সঙ্গে তার পৈতৃক ভোগদখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিকাশ মণ্ডল একাধিকবার জমি জবরদখলের চেষ্টা করেছেন। স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও তিনি তা মানেননি।
দুলাল মণ্ডল অভিযোগ করেন, “আমরা জমিতে সাইনবোর্ড দিতে গেলে বিকাশ ও বিশ্বজিৎ বাঁধা দেয়। প্রতিবাদ করলে বিশ্বজিৎ হাতে দা নিয়ে আমাকে ধাওয়া করে। আমি প্রাণভয়ে ঘরে আশ্রয় নিলে তারা দরজা ভেঙে ঢুকে হামলা চালায়। পরে আমার ঘরের মালামাল ভাঙচুর করে এবং পকেটে থাকা ১৮ হাজার টাকা নিয়ে যায়। আমার মেয়ে দৃষ্টি মণ্ডলের গলায় থাকা ৮ আনার স্বর্ণের মালাও ছিনিয়ে নেয়।”
দৃষ্টি মণ্ডল বলেন, “বিরোধটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তারা আমাদের ঘরে হামলা চালিয়ে লুটপাট করেছে। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও তারা কোনো সিদ্ধান্ত মানে না। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত বিশ্বজিৎ ও বিকাশ মণ্ডলের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোনে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”













