৩১ অক্টোবর ২০২৫

পল্টন ট্র্যাজেডি দিবসে ভূজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভূজপুর থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন থানা জামায়াতের সহ-সেক্রেটারি আবু তাহের, থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহরম আলী, দাঁতমারা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মাস্টার জসিম উদ্দীন খান ও নারায়ণহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু আজমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মামলা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল। এ মামলা পুনরায় চালু করতে হবে। তারা আরও বলেন, “বঙ্গবন্ধু হত্যার বিচার ৪০ বছর পর সম্ভব হলে, পল্টন ট্র্যাজেডির বিচার ২০ বছর পর কেন সম্ভব হবে না?”

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন