চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত খায়েজ আহম্মেদের ছেলে মো. কামাল (৫০) ও মৃত শফিক আহম্মেদের ছেলে মো. সোহেল আহম্মদ (৪৪)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য দেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।
লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া এলাকায় একটি বসত বাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুদ করে আসছে এমন তথ্য পায় আমরা। আজ সকালে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কামাল উদ্দিনের নামে রাউজান থানায় কমপক্ষে ৩টি মামলার তথ্য পাওয়া গিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। যেহেতু এলাকাটি দুর্গম তাই অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা সতর্ক হয়ে যেত। যার ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।













