৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে এবারে বিএনপির হাল ধরছেন যারা

আগামী সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের ১০ আসনে বিএনপির প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। তবে ৬টি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সোমবার, ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রামের যে ১০টি আসনে যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তারা হলেন-চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমির খসরু, চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এদিকে চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানের নাম প্রথমে ঘোষণা করা হলেও পরে স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণা না করা আসনগুলো হলো-চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪  ও চট্টগ্রাম-১৫।

আরও পড়ুন